সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

বালিয়াদি হাজী কিসমত আলী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল জানুয়ারি ২০২১

০২ জানুয়ারি ২০২১ ইংরেজি রোজ শনিবার বিকাল ৩ টা  হতে বালিয়াদি হাজী কিসমত আলী জামে মসজিদ পরিচালনা কমিটির উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল এর আয়োজন করা হয়েছে। উক্ত মাহফিলে সকলের প্রতি দ্বীনি দাওয়াত রহিল। 



সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

ছবি দিয়ে ভালোবাসা প্রকাশ

ছবি দিয়ে ভালোবাসা প্রকাশ (বালিয়াদি নতুন হাট)। 


সংগৃহীত ছবি- ২০১৬


দক্ষিন বালিয়াদি নতুন হাট সংলগ্ন মাদ্রাসা। স্থাপিতঃ ১৯৪০ ইংরেজী নিজামপুর বালিয়াদি খদেমুল উলুম মাদ্রাসার হেফজখানা ও এতিমখানার প্রবেশ পথ। গেইট। সংগৃহীত ছবি- ২০১৬

সংগৃহীত ছবি- ২০১৬


বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা জামে মসজিদের পুনঃ নির্মাণ কাজ চলিতেছে। নিজ নিজ স্থান থেকে যে যা পারেন মুক্ত হস্তে দান করুন।

মসজিদ নির্মাণ কাজের উদ্বোধনের দিন


নতুন মসজিদের নকশা


বালিয়াদি খাদেমুল উলুম মাদ্রাসা এতিমখানা ও হেফজ খানার (নুরানী বিভাগের অভিভাবক সমাবেশ প্রদর্শনী অনুষ্ঠান চলাকালীন )


সংগৃহীত ছবি- ২০২০

সংগৃহীত ছবি- ২০২০

Baliadi Community Clinic- বালিয়াদি কমিউনিটি ক্লিনিক। সংগৃহীত ছবি- ২০১৬

সংগৃহীত ছবি- ২০১৬

পূর্ব বালিয়াদি ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা, হেফজখানা, নূরানী কিন্ডার গার্টেন ও এতিমখানা
গ্রামঃ পূর্ব বালিয়াদি, ডাকঃ বালিয়াদি, মিরসরাই, চট্টগ্রাম বাংলাদেশ।
সংগৃহীত ছবি- ২০২০ 


কপি পোষ্ট নেট থেকে সংগৃহীতঃ বঙ্গবন্ধুর নামে হাসপাতাল আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে স্টেডিয়াম আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে জাহাজ আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে কনভেনশন সেন্টার আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে অনেক সড়ক আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি, বঙ্গবন্ধুর নামে স্যাটেলাইট আছে, আলেম ওলামা বিরোধীতা করে নি।

আলেম ওলামা বঙ্গবন্ধু বিরোধী নই; ভাস্কর্য বিরোধী। এই সিম্পল বিষয়টা না বুঝে যারা সরকার ও আলেম ওলামাকে মুখোমুখি দাঁড় করাচ্ছে; মূলত তারাই ষড়যন্ত্রকারী, উস্কানীদাতা।
এই বিষয়টির অন্তর্নিহিত ভাব না বুঝে অগ্রসর হলে দেশ ও ইসলাম উভয় ক্ষতিগ্রস্থ হবে।
আল্লাহর দেয়া মেধাকে কাজে লাগিয়ে নিরপেক্ষ দৃষ্টিতে একটু ভাবলে বুঝা যায়, আলেম ওলামার ভাস্কর্য বিরোধী হওয়ার ভেতরে-ই নিহীত আছে বঙ্গবন্ধুর প্রতি আলেম ওলামার নির্ভেজাল ভালোবাসা।

বুধবার, ২৫ এপ্রিল, ২০১৮

বালিয়াদি গ্রামের সব চেয়ে খাট ছেলে।
 মোঃ দিদারুল আলম

 মোঃ দিদারুল আলম এর জন্যে সবাই দোয়া করবেন। 

বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮

পূর্ব বালিয়াদী অলিম্পিক ক্রিকেট টুনামেন্ট

বাংলাদেশ চট্রগ্রাম জেলাই মিরসরাই থানার অন্তর্গত ১৪ নং হাইতকান্দি ইউনিয়নের অধীনে ৯ নং ওয়ার্ড এর মাঝে ছোট একটি গ্রাম নাম হল তার বালিয়াদি গ্রাম।এই গ্রামের ক্রিকেট প্রেমীদের উদ্বেগে পূর্ব বালিয়াদী অলিম্পিক ক্রিকেট টুনামেন্ট কর্তৃক আয়োজিত ফাইনাল খেলা হয়। উক্ত  ফাইনাল ফাইনাল খেলায় অংশ গ্রহন করে দক্ষিন/পচশিম বালিয়াদী VS পূর্ব বালিয়াদী... উক্ত খেলায় পূর্ব বালিয়াদীকে হারিয়ে দক্ষিন/পচশিম বালিয়াদী ক্রিকেট একাদশ জয় লাভ করে.....  




শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭

প্লাজো প্যান্ট

৮০ সালে পুরুষদের ব্যবহৃত প্যান্টগুলো এখন মেয়েদের প্লাজো হয়ে গেছে। মেয়েরা ছেলেদের চলাপেরা নকল করে চলতে ভালোবাসে। ছেলেরা মাথার চুল কাটে তাই মেয়েরাও কাটে-হাহাহা মেয়েরা মায়ের জাত তাই বেশী কিছু বলব না।  শুধু একটি কথা বলব আল্লাহ্‌ মেয়ে জাতিকে সুন্দর করে সৃষ্টি করেছে। এই সুন্দর মেয়েরা ধরে রাখতে জানে না বলেই আজকে মেয়েরা ছেলেদের নকল করে চলতে ভালোবাসে। সাবধান মেয়েরাঃ এইভাবে চলাপেরা করে জাহান্নামের খাতাই নাম লেখাবেন না। 

মঙ্গলবার, ৫ ডিসেম্বর, ২০১৭

ধর্ষণ

বর্তমানে বাংলাদেশে যে সমস্যা টি মহামারি আকারে ধারণ নিছে তা হলো "ধর্ষণ"। যা সমাজে সংকট ও আতংক তৈরীতে বেশ ভূমিকা রাখছে। পত্রিকার পাতায় প্রতিদিন ধর্ষণ নিয়ে সংবাদ থাকবেই। আমাদের জন্মের পর পরই বোধয় আমরা ধর্ষণ শব্দের সাথে পরিচিত হয়ে যাই। আমরা পুরুষ জাতীর বিকৃত মানসিকতা এমন যে দুইবছরের শিশু থেকে বাদ যায়না সত্তর বছরের বৃদ্ধা।কিছু পরিসংখ্যান থেকে দেখা যায় বাংলাদেশে ২০০৮ সালে ধর্ষণ হয় ৪৫৪টি, ২০০৯ সালে ৪৫৬টি, ২০১০ সালে ৫৯৩টি, ২০১১ তে ৬৩৫টি, ২০১২ তে ৭৭২ টি, ২০১৩ তে ৫৭৩টি, ২০১৪ তে ৫৫৬টি, ২০১৫তে ১০৬৯টি এবং ২০১৬ সালে ১০৬০টি। এই ধর্ষিতাদের মধ্যে ১৮ বছরের কম ৮%,১৮-২৫ এর মধ্যে ৪৫%,২৫-৩৫ এর মধ্যে ২১% ৩৬-৫০ এর মধ্যে ১৮% এবং ৫০ এর উপরে ৮%।দেখা যায় ২৫ বছরের কম বয়সী মেয়েদের ধর্ষণ হওয়ার সম্ভাবনা থাকে ৫৩%। এছাড়া নারী নির্যাতন হয় ২০১০ সালে ১৮০৯৬, ২০১৪ সালে ১৯৬১৩ এবং ২০১৫ সালে ১৯৪৯৮ টি।